মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি অভিযানিক দল জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মুজিবনগর থানাধীন রশিকপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, রতনপুরগামী পাকা রাস্তায় রশিকপুর ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের পুরাতন TOYOTA F PREMIO প্রাইভেট কারে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় গাড়ির ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
[caption id="attachment_490" align="aligncenter" width="225"] গাড়িটিতে মাদক পরিবহন করা হচ্ছিল[/caption]
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ বারেক (৩৩), পিতা-মৃত জালাল মোল্লা, মাতা-মৃত সূর্যবান; স্থায়ী ঠিকানা- দক্ষিণ মেদিনীমন্ডল, থানা-পদ্মা উত্তর, জেলা-মুন্সিগঞ্জ। বর্তমানে বসবাস করছেন হাজী মদন মোড়ল কান্দি, ইউনিয়ন-কাঠালবাড়ী, থানা-শিবচর, জেলা-মাদারীপুর।
২। মোঃ দিলু ওরফে দেলোয়ার (৪০), পিতা-মোঃ শাহ আলম, মাতা-সাহেরা বেগম; ঠিকানা- চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র (পূর্বগ্রাম), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া জেলায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা বিভাগ।