
ফেসবুকে পোস্ট দিলেও জেল! অনলাইন বেটিং অ্যাপে লগইন করলেই অপরাধ!
অনলাইন জুয়া দমনে এবার কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। ফুটবল, ক্রিকেট বা নৌকাবাইচ—যে খেলাই হোক, তার ফল নিয়ে বাজি ধরলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি জুয়া সংক্রান্ত প্রচার-প্রচারণাও এবার অপরাধের আওতায় আসছে।
জানা গেছে, অনলাইন ও অফলাইনে জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশথ-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। অধ্যাদেশ অনুযায়ী, ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে জুয়া নিয়ে প্রচারণা চালালে জেল-জরিমানা হবে। এমনকি বেটিং অ্যাপ ডাউনলোড বা কোনো অনলাইন সাইটে অ্যাকাউন্ট করলেও সাজা দেওয়া হবে।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে—
অনুমোদিত খেলা হলেও আর্থিক ঝুঁকি থাকলে তা জুয়া হিসেবে ধরা হবে
বাজি ধরলে ৩ বছরের জেল, ৫ লাখ টাকা জরিমানা
বাজিকর হিসেবে কাজ করলে ২ বছর জেল, ২ লাখ টাকা জরিমানা
স্পট ফিক্সিং করলে ২ বছর জেল
বিদেশে বসে অনলাইন জুয়ায় অংশ নিলেও শাস্তি বাংলাদেশে কার্যকর হবে
একই অপরাধ আবার করলে দ্বিগুণ দণ্ড
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রস্তাব
এছাড়া, অনলাইন বেটিং সাইটে নিবন্ধন, হোস্টিং প্রদান, ক্রিপ্টো বা মোবাইল ব্যাংকিংয়ে বাজির টাকা লেনদেন, এমনকি অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
প্রযুক্তির সাথে পাল্লা দিচ্ছে আইন
জননিরাপত্তা বিভাগ সুত্রে জানা গেছে, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে জুয়ার ধরনও পাল্টেছে। তাই অনলাইন ও অফলাইনে জুয়া নিয়ন্ত্রণে আনতে সময়োপযোগী আইন দরকার ছিল। নতুন আইন পাস হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সহজ হবে।
উল্লেখ্য, জুয়া এখন আর নিছক ‘খেলাথ নয়, এটি পরিণত হয়েছে ডিজিটাল আসক্তিতে। অনলাইন বেটিং, অ্যাপ, সাইট সবই তরুণ সমাজকে টেনে নিচ্ছে দুর্বিপাকে। সরকারের নতুন এই পদক্ষেপ বাস্তবায়ন হলে অনেকাংশেই এই ভয়াবহতা রোধ করা সম্ভব হবে।