প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৮:৩২ এ.এম
রংমহল সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে বিএসএফের পুশ-ইন

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ১৩৬ ও ১৩৭ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝখানের গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
পুশ-ইন হওয়া আটজনের মধ্যে রয়েছেন দুই শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ। তারা দেশের সাতক্ষীরা, খুলনা ও জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী কাঁচা রাস্তায় কয়েকজন নারী-পুরুষ ও শিশু হেঁটে ভেতরের দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির টহল দল জিজ্ঞাসাবাদে নামে। কথাবার্তায় অসংগতি ধরা পড়লে তাদের আটক করে রংমহল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রংমহল বিজিবি ক্যাম্পের সুবেদার বাশারুল ইসলাম জানান, আজ ভোরে ভারতের বিএসএফ তারকাঁটা কাঁটাতার খুলে দিয়ে আটজন বাংলাদেশিকে ঠেলে দেয়। বর্তমানে তারা আমাদের হেফাজতে আছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ-ইনের ঘটনা নতুন নয়। তবে প্রতিবারই এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সীমান্ত সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে তোলে। বিজিবি বলছে, যথাযথ কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রতিবাদ জানানো হবে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.