প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৯:১৩ পি.এম
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার সেলাঙ্গর ও জোহর প্রদেশে সন্ত্রাসবিরোধী তিনটি অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার, চরমপন্থি সেল গঠন, অর্থ সংগ্রহ এবং নিজ দেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
তিনি হুঁশিয়ার করে বলেন, মালয়েশিয়া জঙ্গিদের নিরাপদ আশ্রয় হবে না।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তদন্ত অব্যাহত রয়েছে, আরও গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়া সরকার।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.