প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ২:১৮ পি.এম
আমঝুপিতে সক্রিয় প্রতারকচক্র

মেহেরপুরের আমঝুপিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এবার তাদের প্রতারণার শিকার হয়েছেন এক ভ্যানচালক, যিনি কষ্টার্জিত টাকায় কেনা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়েছেন চতুর একটি কৌশলের মাধ্যমে।
শনিবার (২৮ জুন) বিকেল ৫টা২৪ মিনিট থেকে ৫টা২৮ মিনিটের মধ্যে আমঝুপি বাজারের সামিউল টাওয়ার থেকে সেখপাড়ার আইডিয়াল স্কুলের মধ্যবর্তী এলাকায় একটি মোটরসাইকেলে করে আসা এক প্রতারক ভ্যানচালকের মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী ভ্যানচালক মাসাদুল ইসলাম জানান, 'এক ব্যক্তি বাড়াদি থেকে আমাকে ভাড়া করে নিয়ে আসে। তিনি বলেছিলেন ১৬ ক্যারেট আম আনতে হবে। আমি একা পারবো না বললে তিনি বলেন আরেকজন ভ্যান চালককে নিতে। আমি আরেকজন ভ্যানচালক ডেকে আনি। সেই ভ্যানচালক কে আমঝুপি বাজারে দাঁড়াতে বলে তিনি আমাকে আইডিয়াল স্কুলের রোডে নিয়ে আসেন। এরপর ফোনে চার্জ নেই বলে আমার ফোনে আম ব্যবসায়ীর সাথে কথা বলেন। একসময় হঠাৎ তিনি আমার নতুন কেনা অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে পালিয়ে যান। হেলমেট পরহিত থাকায় তাকে ঠিক করে দেখতেও পারিনি। '
[caption id="attachment_534" align="aligncenter" width="300"]
দরিদ্র ভ্যান চালকের মোবাইল নিয়ে পালানো প্রতারক[/caption]
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে অন্তত পাঁচ-ছয়বার মোবাইল বা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে এমন প্রতারকচক্র। এসব প্রতারক মোটরসাইকেলে আসে এবং হেলমেট পরে থাকে, ফলে আশপাশের সিসিটিভিতে চেহারা ধরা পড়লেও শনাক্ত করা সম্ভব হয় না।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পর থেকে পুলিশ প্রশাসনের নজরদারি কমে যাওয়াতে প্রতারক চক্র বারবার এমন সাহস পাচ্ছে। দরিদ্র দিনমজুরদের টার্গেট করে তারা প্রতারণা করছে, অথচ এখনো কোনো চক্র ধরা পড়েনি।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী মাসাদুল। এলাকাবাসী দ্রুত এই চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.