প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৭:০৮ পি.এম
মেহেরপুরে গরু-সবজি ব্যবসায়ীদের ওপর ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় গরু ও সবজি ব্যবসায়ীদের ওপর বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। তারা নির্জন পোড়াপাড়া-যুগিন্দা সড়কে পৌঁছালে ওঁত পেতে থাকা একদল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে, এরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ডাকাত দলের সদস্যরা তিনটি বোমা নিক্ষেপ করলেও দুইটি বিস্ফোরিত হয়েছে। এ রকম ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।'
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.