প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১:২৮ পি.এম
গাংনীতে সহকারী অধ্যাপক দায়িত্বচ্যুত

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার দায়িত্বে থাকা অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলুকে পরীক্ষাকক্ষে দায়িত্বচ্যুত করে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
দায়িত্বে থাকা অবস্থায় পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাৎক্ষণিকভাবে তাকে অব্যাহতির নির্দেশ দেন।
[caption id="attachment_661" align="aligncenter" width="203"]
সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু[/caption]
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি কেন্দ্রে উপস্থিত ছিলেন না। তবে পরে বিষয়টি তিনি নিশ্চিত হন, সাজেদুল ইসলামকে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, 'পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলার বাইরে কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।'
উল্লেখ্য, চলমান এইচএসসি পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করে চলেছে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.