
সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগোল মেহেরপুর জেলা পুলিশ।পুলিশের ডিজিটালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে জেলার তিন থানাতেই এবার চালু হলো অনলাইন জিডি (Online GD) সেবা। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ ডায়েরি করার সুযোগ পাচ্ছেন জেলার বাসিন্দারা।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
রোববার (২১ জুলাই) থেকে মেহেরপুর জেলার সকল থানায় (সদর, গাংনী ও মুজিবনগর থানা) এই অনলাইন জিডি কার্যক্রম সম্পূর্ণরূপে চালু থাকবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।
নতুন এই সেবার মাধ্যমে হারানো মোবাইল, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ সকল বিষয়ে সাধারণ ডায়েরি করা যাবে। আগে যেখানে থানায় গিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, এখন তা কয়েক মিনিটেই সম্পন্ন হবে মোবাইলেই।
যেভাবে ব্যবহার করতে হবে ‘Online GD’ অ্যাপ:
১. গুগল প্লে-স্টোর থেকে Online GD অ্যাপ ডাউনলোড
২. জাতীয় পরিচয়পত্র নম্বর, ছবি, মোবাইল নম্বর ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন
৩. মোবাইলে পাঠানো OTP দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন
৪. এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন জিডি করা যাবে

মেহেরপুর জেলা পুলিশের সুত্র জানিয়েছে, এখন থেকে থানায় না যেয়ে মানুষ ঘরে বসেই জিডি করতে পারবে। এতে একদিকে যেমন হয়রানি কমবে, তেমনি বাড়বে পুলিশের প্রতি জনগণের আস্থা ও স্বচ্ছতা।
নাগরিকদের মধ্যে স্বস্তির অনুভূতি
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্কুলশিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, ‘পূর্বে একটি জিডি করতে হলে আধা দিন নষ্ট হয়ে যেত, এখন তা কয়েক মিনিটেই করা যাবে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।’
মেহেরপুরের পুলিশি সেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল জিডি করতে গিয়ে হয়রানির। নতুন এই প্রযুক্তি-ভিত্তিক সেবার ফলে সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান কালবেলাকে বলেন, ‘জনগণের সময়, শ্রম ও অর্থ বাঁচাতেই এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। ধাপে ধাপে এই সেবাকে আরও বিস্তৃত করা হবে।’
তিনি আরো বলেন, ‘অনলাইন জিডি’ সেবা ব্যবহারে যদি কোনো জটিলতা বা সমস্যা হয়, সেক্ষেত্রে স্থানীয় থানা বা জেলা পুলিশ কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।