
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়ায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে মোঃ হামজা (৩৩) নামের এক কসাইকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ একটি গরু মারা গেলে হামজা গরুটি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর পৌর এলাকায় নিয়ে যাচ্ছিলো। এ সময় লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামকে জানান। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হামজাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামজা মৃত গরু জবাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘মেহেরপুর সদর উপজেলার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’