প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১১:১৬ পি.এম
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় মেহেরপুরের পারিবারিক আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনিমকে তলব করেছেন উচ্চ আদালত। তিনি মেহেরপুরের সিনিয়র সহকারী জজ। আগামী ১০ আগস্ট সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তাকে সশরীরে হাজির হয়ে বিষয়টির লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত সোমবার (২০ জুলাই ২০২৫) বিচারপতি এস এম কুদ্দুস জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের আদেশের চিঠি সূত্রে জানা গেছে, ফ্যামিলি পিটিশন কেস নম্বর ১৩/২০২২-এর আওতায় ৫ লাখ টাকা ছয় মাসের মধ্যে পরিশোধের শর্তে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ ২৬ জুনের মধ্যে পারিবারিক আদালতে পৌঁছালেও বিচারক ৭ জুলাই আসামি মো. আবু নাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর প্রেক্ষিতে আবু নাহিদের পক্ষে আইনজীবী মো. শাহিদুর রেজা হাইকোর্টে রিভিশন করেন। শুনানিতে তিনি জানান, স্থগিতাদেশ থাকার পরও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যা সরাসরি উচ্চ আদালতের আদেশ লঙ্ঘনের শামিল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন, উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে কীভাবে আইনভঙ্গের মতো সিদ্ধান্ত নিতে পারলেন বিচারক—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে, পারিবারিক আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তাৎক্ষণিকভাবে বাতিলের নির্দেশ দেন আদালত।
আদেশের অনুলিপি ইতোমধ্যে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ ও সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়েছে।
এই রিটের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.