প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১০:৫৯ এ.এম
পতাকা বৈঠকের মাধ্যমে এবার ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

দর্শনা সীমান্ত দিয়ে সাত শিশুসহ ১৫ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মেইন পিলার ৭৬-এর কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, চারজন নারী এবং সাতজন অপ্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতের হরিয়ানা রাজ্যের নরনৌল কারাগারে তিন মাস আটক ছিলেন তারা।
বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী সুনীত কুমার উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে মানবপাচার রোধে উভয় বাহিনী পারস্পরিক সহযোগিতায় কাজ করছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও মানবিক বিবেচনায় এ ধরনের পতাকা বৈঠকের মাধ্যমে নিয়মিত এমন হস্তান্তর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.