প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১১:৩০ এ.এম
কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার

"নতুন বাংলাদেশের ইশতেহার" ঘোষণা উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র জনসভায় মেহেরপুর থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।
রোববার (৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিতব্য এই রাজনৈতিক সমাবেশে যোগ দিতে মেহেরপুর জেলা থেকে চারটি বাসযোগে নেতাকর্মীদের বহর সকালেই রওনা দেয়। জেলা এনসিপির তরফে এই যাত্রার নেতৃত্বে ছিলেন হাসনাত, তামিম, রবিন, ইমতিয়াজ, সাহেব, মুজাহিদ, আশিক রাব্বি ও আরিফ। নেতৃত্বে আরো ছিলেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী হাসমত উল্লাহ এবং গাংনী উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে একটি মঞ্চ। বিকেল গড়ানোর সাথে সাথে বৃষ্টিকে উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মেহেরপুরের প্রতিনিধিদলের আগমন সেই জমায়েতে বাড়তি উদ্দীপনা যোগ করে।
এদিকে, দলটির অফিসিয়াল ফেসবুক পেজে মেহেরপুর জেলা থেকে বাসে করে ঢাকায় যাত্রার ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। ইতোমধ্যে এনসিপির শীর্ষ নেতারাও শহীদ মিনারে উপস্থিত হয়েছেন।
এর আগে, শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জানান—রোববারের এই সমাবেশে ঘোষিত হবে "নতুন বাংলাদেশের ইশতেহার"। এই ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.