প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১১:৪৪ এ.এম
মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সাফল্য

চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ নম্বর ব্যাটালিয়নের ধারাবাহিক বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সীমান্তে ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত তিনদিনব্যাপী মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি প্রায় ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করেছে।
বিজিবির পক্ষ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া ও আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৫ বোতল ভারতীয় মদ, ৪৩ পিস ভারতীয় শাড়ি, ৮০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, একটি ভারতীয় আইফোন, ২৯২ পিস কসমেটিক্স এবং আরও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী বলেন, 'বিজিবির এই সফল অভিযান আমাদের পেশাদারিত্ব এবং সীমান্ত নিয়ন্ত্রণে সক্রিয় তৎপরতারই প্রমাণ। সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
তিনি আরও বলেন, 'সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান ও মাদক চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য অনুপ্রবেশ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।'
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এই তৎপরতা সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষায় একটি শক্তিশালী বার্তা দিয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.