
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ এক ডাকাতচক্র।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সোয়া ৯ টার সময় বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। হঠাৎ তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশপাশে চরম আতঙ্কের সৃষ্টি করে। এরপর পথচারীদের ঘিরে ফেলে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ লুট করে নেয়। ভুক্তভোগীরা সবাই ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া গ্রামের বাসিন্দা।
ডাকাতির শিকার অন্তত ২০ জনের মধ্যে রয়েছেন, ইয়াসির আরাফাত (৭ হাজার টাকা), আব্দুল হালিম (৬০০ টাকা), শাহজামাল (৫ হাজার টাকা), রেজিয়া খাতুন (৭০০ টাকা), দুইজন মিন্টু (যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৯ হাজার ৭০০ টাকা), মহব্বত আলী (২ হাজার ২০০ টাকা), কুরসিয়া খাতুন (২ হাজার ৫০০ টাকা)। এ ছাড়া আরও বেশ কয়েকজনের কাছ থেকেও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, ধানখোলা সড়কে প্রায়ই ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাস্তায় চলাচল করাই যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বহু মানুষ এ সড়ক ব্যবহার করলেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেই। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা দিন দিন বাড়ছ।