ঢাকা , সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা মেহেরপুরে সূর্য ক্লাবের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানঃ গান গাইবেন জেমস মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারঃ হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মেহেরপুরে র‍্যাব কনস্টেবলের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অভিযোগ মেহেরপুরে জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু রাজধানীর ওয়ারীতে ২৬ কেজি গাঁজা উদ্ধারঃ আটক ১ আদালত চত্বরে নাটকীয় ভাবে আসামি অপহরণের চেষ্টাঃ ১০ জন গ্রেপ্তার মেহেরপুরে এনসিপি’র দোয়া মাহফিল মেহেরপুরের সাবেক এসপি নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেহেরপুর নিউজ এর  বস্তুনিষ্ঠ তথ্যে, চারপাশের খবর" নিয়ে শীঘ্রই আসছে মেহেরপুর নিউজ অনুসন্ধানী সংবাদ
ধানখোলা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডব!

ককটেলের গর্জন, তারপর লুটপাট

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ এক ডাকাতচক্র।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সোয়া ৯ টার সময় বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। হঠাৎ তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশপাশে চরম আতঙ্কের সৃষ্টি করে। এরপর পথচারীদের ঘিরে ফেলে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ লুট করে নেয়। ভুক্তভোগীরা সবাই ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া গ্রামের বাসিন্দা।

ডাকাতির শিকার অন্তত ২০ জনের মধ্যে রয়েছেন, ইয়াসির আরাফাত (৭ হাজার টাকা), আব্দুল হালিম (৬০০ টাকা), শাহজামাল (৫ হাজার টাকা), রেজিয়া খাতুন (৭০০ টাকা), দুইজন মিন্টু (যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৯ হাজার ৭০০ টাকা), মহব্বত আলী (২ হাজার ২০০ টাকা), কুরসিয়া খাতুন (২ হাজার ৫০০ টাকা)। এ ছাড়া আরও বেশ কয়েকজনের কাছ থেকেও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, ধানখোলা সড়কে প্রায়ই ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাস্তায় চলাচল করাই যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বহু মানুষ এ সড়ক ব্যবহার করলেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেই। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা দিন দিন বাড়ছ।

Tag :

অনুগ্রহ করে আপনার মতামত আমাদের পাঠান

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি পরোয়ানা

মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা

ধানখোলা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডব!

ককটেলের গর্জন, তারপর লুটপাট

আপলোডের সময় : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ এক ডাকাতচক্র।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সোয়া ৯ টার সময় বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। হঠাৎ তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশপাশে চরম আতঙ্কের সৃষ্টি করে। এরপর পথচারীদের ঘিরে ফেলে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ লুট করে নেয়। ভুক্তভোগীরা সবাই ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া গ্রামের বাসিন্দা।

ডাকাতির শিকার অন্তত ২০ জনের মধ্যে রয়েছেন, ইয়াসির আরাফাত (৭ হাজার টাকা), আব্দুল হালিম (৬০০ টাকা), শাহজামাল (৫ হাজার টাকা), রেজিয়া খাতুন (৭০০ টাকা), দুইজন মিন্টু (যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৯ হাজার ৭০০ টাকা), মহব্বত আলী (২ হাজার ২০০ টাকা), কুরসিয়া খাতুন (২ হাজার ৫০০ টাকা)। এ ছাড়া আরও বেশ কয়েকজনের কাছ থেকেও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, ধানখোলা সড়কে প্রায়ই ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাস্তায় চলাচল করাই যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বহু মানুষ এ সড়ক ব্যবহার করলেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেই। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা দিন দিন বাড়ছ।