জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনতার বিজয় নিশ্চিতকরণ’ দাবিতে মেহেরপুরের মুজিবনগরে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে দারিয়াপুর বাজার থেকে শুরু হওয়া মিছিলটি মোনাখালী বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। তিনি বলেন, “দেশে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও জানান, “বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে।”
সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।