
মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশু সুরক্ষা কার্যক্রমের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ২টায় জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুরের উপপরিচালক মোঃ আশাদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক ড. মোঃ মেহেদী আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, নড়াইলের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, নড়াইলের শহর সমাজসেবা অফিসার মোঃ সুজা উদ্দীন এবং মেহেরপুরের শহর সমাজসেবা অফিসার মোঃ সোহেল মাহমুদ।
সভায় আলোচকবৃন্দ শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে অনলাইন কেস ম্যানেজমেন্ট, সিপিসিবিসি কমিটির কার্যক্রম, ঝরে পড়া শিশুদের পুনর্বাসন, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ এবং নিয়মিত ফলোআপের ওপর বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়নের শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষায় শিশু সুরক্ষা সমাজকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।