
মেহেরপুরের শোলমারী সীমান্তে গভীর রাতে স্থানীয় এক দোকানের লাইট খুলে নেওয়ার ঘটনায় দুই বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়া এ ঘটনা নিয়ে স্থানীয়দের ক্ষোভ থাকলেও বিজিবি কর্তৃপক্ষ বলছে, এটি ছিল অভিযানের প্রস্তুতি।
ঘটনাটি ঘটে ১১ আগস্ট গভীর রাতে। দোকান মালিক জানান, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর ভোরে এসে দেখেন সামনের লাইট নেই। পরে সিসি ফুটেজে দেখা যায়, দুই বিজিবি সিপাহী লাইট খুলে নিচ্ছেন। স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের একজন বিজিবি সদস্য শিহাব, যার বিরুদ্ধে সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, সীমান্তে দায়িত্বে থাকা কিছু বিজিবি সদস্যের বিরুদ্ধে অতীতে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো মুখে মুখেই শেষ হয়ে যায়। এবারও দোকানির লাইট খুলে নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগের বদলে মৌখিক অভিযোগ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বশীল মুখপাত্র জানান, লাইটটি পরে ফেরত দেওয়া হয়েছে। ওই দোকানের পাশে অনলাইন জুয়াড়িদের আড্ডা বসে এবং সীমান্ত সংলগ্ন হওয়ায় চোরাচালান বিরোধী অভিযানের সময় আলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘একটি অভিযান চালানোর প্রস্তুতি হিসেবেই লাইট খুলেছিল সদস্যরা। ঘটনাটি আমি জানার পর নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে মালিককে না জানিয়ে কোনো দোকানের লাইট খোলা যাবে না। আমার নির্দেশে লাইট ফেরত দেওয়া হয়েছে। এখন পর্যন্ত লিখিতভাবে কোনো হয়রানির অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’