প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৭:৩৫ এ.এম
মুজিবনগরের স্বাধীনতা সড়ক দিয়ে ৯ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

মেহেরপুরের মুজিবনগর সীমান্তের স্বাধীনতা সড়ক দিয়ে ৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে মেইন পিলার ১০৫-এর নিকটে শূন্য লাইনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবু সাইদ (৪৫), তার স্ত্রী বিউটি বেগম (৪০), ছেলে সম্রাট (৭) ও মেয়ে শিমলা আক্তার (১১); ফরিদপুরের নগরকান্দার বদিরুজ্জামান (৩৯), তার স্ত্রী ডলি (৩৫), মেয়ে লামিয়া আক্তার (৬), ছেলে আলী আকবার (৪) ও মেয়ে ছাদিয়া আক্তার (১.৫)।
বিজিবি জানায়, পতাকা বৈঠকে মুজিবনগর কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং বিএসএফের হৃদয়পুর কোম্পানি কমান্ডার সজল কুমার গাঙ্গুয়া উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার এক পর্যায়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এই ৯ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারতে গিয়ে উড়িষ্যায় বসবাস করছিলেন। পরে বিএসএফ তাদের স্বাধীনতা সড়কে এনে বিজিবির হাতে তুলে দেয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফেরত আসা সবাইকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবির মতে, সীমান্তে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করছে।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.