প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৯:৩২ এ.এম
মেহেরপুরে সিপিবি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা কমিটির ৭ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড জালাল উদ্দীনের সভাপতিত্বে দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড লুনা নূর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড ইদ্রিস আলী। বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে বামপন্থী রাজনৈতিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিন সম্মেলনে আগামী কংগ্রেসে অংশগ্রহণের জন্য তিনজন প্রতিনিধি নির্বাচিত হন। তারা হলেন, কমরেড মো. শহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট মোহা. মিজানুর রহমান ও মো. সিদ্দিকুর রহমান।
১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়- সভাপতি - মো: মোশারফ হোসেন (মুসা করিম), সাধারণ সম্পাদক- মো: শহিদুল ইসলাম কানন, সহ-সাধারণ সম্পাদক - অ্যাডভোকেট মোহা: মিজানুর রহমান, সদস্য- সিদ্দিকুর রহমান, মহামুদুল হক, রফিক উদ্দীন, মুখলেছুর রহমান, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন, মহাদেব সাহা।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.