উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫।
শনিবার (৩০ আগস্ট) সকালে সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিশেষ বক্তা সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
তালিকাভুক্ত অতিথি হলেও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন অনুষ্ঠানে আসেননি। তাদের অনুপস্থিতি নিয়ে কর্মীদের মধ্যে গুঞ্জন ছড়ালেও নেতারা এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। রাজনৈতিক মহল মনে করছে, জেলা বিএনপির সাম্প্রতিক টানাপোড়েন ও নেতৃত্বের দ্বন্দ্বের সঙ্গে এ অনুপস্থিতির যোগ থাকতে পারে।
কাউন্সিল প্রক্রিয়া শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩ টি সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকাতে জাবেদ মাসুদ মিল্টনকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসানকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আখেরুজ্জামান, ওমর ফারুক ও রুমানা আহমেদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা। অন্যান্য পদের নেতৃত্ব সিলেকশনের ভিত্তিতে পরে ঘোষণা হবে বলে আয়োজকরা জানান।
দীর্ঘদিন পর জেলার এ ধরনের বড় সম্মেলনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন নেতৃত্ব ঘোষণার পর দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামীর পথে পুরনো দ্বন্দ্ব মেটানো এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ করাই নতুন কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।