বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমন্বিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তারস অ্যাসোসিয়েশন (ড্যাব), এগ্রিকালচারিস্ট ফোরাম (এগ্রিকণি), শিক্ষকদল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে মোকসেদুল মোহাম্মদ মিন্টুকে। তিনি একইসঙ্গে সমন্বিত পরিষদের কাউন্সিল ও সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
১. ব্যারিস্টার কামরুল কামাল
২. প্রফেসর ডা. মোস্তাফা হাসান খান
৩. ব্যারিস্টার আমিনুল হক
৪. অধ্যাপক মোস্তাফিজুর রহমান
৫. ডা. জহির উদ্দিন শাকিল
৬. অধ্যাপক আমিরুল ইসলাম
৭. প্রফেসর আব্দুল সালাম
৮. প্রফেসর ডা. নিজাম মোহাম্মদুর রহমান
৯. জাকির হোসেন
১০. রফিকুল ইসলাম
১১. মোকসেদুল মোহাম্মদ মিন্টু
[caption id="attachment_923" align="aligncenter" width="720"] বিএনপির প্রেস বিজ্ঞপ্তি[/caption]
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নতুন আহ্বায়ক কমিটি শিগগিরই পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিলের প্রস্তুতি নেবে এবং সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
পেশাজীবীদের ঐক্য বিএনপির আন্দোলনকে বেগবান করবে। নতুন আহ্বায়ক কমিটি দায়িত্বশীলভাবে সম্মেলন ও কাউন্সিলের প্রস্তুতি সম্পন্ন করবে।