চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক জুয়া প্ল্যাটফর্ম 1xBet-এর এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একাধিক স্মার্টফোন ও সিমকার্ড জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোতে 1xBet, Reddy, MelBet, MobCash, Telegram, Binance, bKash, Nagad, Rocketসহ জুয়া ও আর্থিক লেনদেন সংশ্লিষ্ট অ্যাপস খোলা অবস্থায় পাওয়া গেছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুভংকর কুমার দাস দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট 1xBet-এর মাস্টার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তিনি এলাকার তরুণদের টার্গেট করে তাদের মোবাইলে বিভিন্ন জুয়ার অ্যাপ ইন্সটল করে দিতেন এবং রেজিস্ট্রেশন করিয়ে অনলাইন জুয়ায় জড়িত করতেন। এরপর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা লেনদেন করে জুয়ার অর্থপ্রবাহ পরিচালনা করতেন। এতে অনেক তরুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঋণের বোঝা তলে পড়ছে, কেউ কেউ আবার চরম হতাশায় আত্মহত্যার পথও বেছে নিচ্ছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, 'বাংলাদেশে সক্রিয় 1xBet, MelBet-এর মতো অনলাইন বেটিং সাইটগুলোর বেশিরভাগই বিদেশ থেকে নিয়ন্ত্রিত। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা পাঠালে সাইটে ব্যালেন্স যুক্ত হয় এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যায়। এই সাইটগুলোতে খেলার জন্য স্থানীয় পর্যায়ে এজেন্ট নিয়োগ করা হয়, যারা টেকনিক্যালি দক্ষ হয়ে অনলাইন জুয়ার নেটওয়ার্ক চালায়। সরকার ইতোমধ্যে অনলাইন জুয়া প্রতিরোধে সাজা ও আর্থিক জরিমানার বিধান রেখে সাইবার সুরক্ষা আইন অনুমোদন করেছে।'
তিনি আরও বলেন, 'যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তাতারকৃত দুই আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।'