
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে এক নারী ও তার দুই মেয়েকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির সদস্যরা তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৫৭) এবং তার দুই মেয়ে ময়না বেগম (৩০) ও মাহিনুর (২৫)।
মমতা বেগম জানান, প্রায় ৩০ বছর আগে তিনি ভারতের হরিয়ানায় বসবাস শুরু করেন। সেখানেই দুই মেয়ের বিয়ে হয়। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ হঠাৎ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ সদস্যরা দারিয়াপুর সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে দিয়ে বাংলাদেশে প্রবেশে বাধ্য করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আটক তিনজনের দেওয়া ঠিকানা যাচাই করতে বাগেরহাটে পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। পরিচয় সঠিক প্রমাণিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২-এর ৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।