
মেহেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬০ গ্রাম হেরোইনসহ আটক হয়েছেন এক সাবেক সেনাসদস্য।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম চাঁদ আলী (৬০)। তিনি ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক রহমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল চাঁদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চাঁদ আলী নিজ বাড়িতে হেরোইন মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।