প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৫৬ এ.এম
মেহেরপুরে পুলিশ কনস্টেবল পদে ৯ জনের চূড়ান্ত নিয়োগ

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেহেরপুর জেলা থেকে চূড়ান্তভাবে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, 'নিয়োগের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোন অনিয়মের সুযোগ রাখা হয়নি। সবকিছু মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে।'
ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.