প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:১৩ পি.এম
মেহেরপুরে এনসিপি’র দোয়া মাহফিল

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা আহ্বায়ক কমিটি গঠন ও নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর ইউনিয়নের স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আব্দুস সালাম। আলোচনা পর্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মেহেরপুর জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, জেলা কমিটির সদস্য মো. হাসনাত জামান সৈকত এবং যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি। তারা সংগঠনকে স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় রাখার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোর উপর জোর দেন। এ সময় বক্তারা দলের লক্ষ্য, নীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকগুলো তুলে ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য মাহাবুব-ই তৌহিদ রবিন, মোঃ তামিম ইসলাম,নইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং নতুন কার্যালয়ের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ পিরোজপুর ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2025 আপডেট মেহেরপুর. All rights reserved.