ঢাকার ওয়ারী থানার টিকাটুলী মোড়ে অভিযান চালিয়ে ২৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় হাতেনাতে আটক করা হয় একজন মাদক ব্যবসায়ীকে, তবে আরেকজন পালিয়ে যায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালানো হয়। ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ারী থানা সুত্রে জানা গেছে, এআই (নিঃ) মো. আমির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে টিকাটুলী মোড়ের কাশ্মীরি বিরিয়ানী ঘরের সামনে দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়, অপরজন পালিয়ে যায়।
ওয়ারী থানার ওসি এম এ রউফ খান জানান, আটক ব্যক্তির নাম রুবেল (৩৪)। তিনি লালমনিরহাট সদর উপজেলার ভালাটারী এলাকার বাসিন্দা। তার দেহ ও ব্যবহৃত গাড়ি তল্লাশি করে ২৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি সিলভার কালারের প্রাইভেটকার এবং একটি সিম্ফনি ডি-৯০ মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।