
মেহেরপুরে নতুন সংগঠন সূর্য ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে ক্লাবটির উদ্যোক্তারা। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১০ অক্টোবর উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীতশিল্পী জেমস গান পরিবেশন করবেন। ইতোমধ্যে অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে।
তবে এ আয়োজনে এখনো মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি প্রদান করা হয়নি। ফলে অনুষ্ঠান আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আয়োজকদের পক্ষে সানি আপডেট মেহেরপুর কে বলেন, সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করতে এই আয়োজন করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। যথাযথ নিয়ম মেনে আজ থেকে ১৬ দিন আগে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।