
মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সদ্য গঠিত কমিটিতে সভাপতি পদে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দ্দৌলা রেজা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব আলম। এসময় নতুন ছয়জন সদস্যকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে গাংনী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকে পুনরায় আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। তৌহিদ উদ দ্দৌলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাৎসরিক আয়-ব্যয়ের হিসেব দাখিল ও পর্যালোচনা করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,
সহ-সভাপতি- মজনুর রহমান আকাশ (দৈনিক যায়যায়দিন), যুগ্ম-সম্পাদক- জুরাইস ইসলাম (দৈনিক ভোরের ডাক), কোষাধ্যক্ষ- তাহেরুল ইসলাম তপন (বাংলাদেশ বার্তা), সাংগঠনিক সম্পাদক- মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক: জিনারুল ইসলাম দিপু।
কমিটি গঠনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, দেশের কণ্ঠের নুহু বাঙ্গালী, এনটিভির রেজ আন উল বাশার তাপস, দৈনিক কালবেলার গাংনী উপজেলা প্রতিনিধি কৌশিক বাপ্পি, সাবেক সভাপতি রমজান আলী, সাংবাদিক এসএম রফিকুল আলম বকুল, মীর শামীমসহ গাংনীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গাংনী প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত ঐক্যের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।