
রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হ/ত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে ‘মেহেরপুরের সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়, বরং দেশের প্রতিটি ব্যবসায়ীর জন্য এক ধরনের হুমকি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরও বলেন, সোহাগ হত্যার মাধ্যমে সন্ত্রাসীরা রাষ্ট্র ও বিচারব্যবস্থার ওপর সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এ ঘটনা নিছক একটি খুন নয়, এটি রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্ন।
সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল—“সোহাগ হত্যার বিচার চাই”, “চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “ব্যবসায়ী হত্যার রাজনীতি বন্ধ করো”—ইত্যাদি স্লোগান।